চলতꦯি মৌসুমে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় একের পর এক হতাশাজনক পারফরম্যান্স করেই যাচ্ছে কোমানের দল। এমন অবস্থায় কোচ ছাটাইয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছ𝐆েন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। কোমানের উপরই বিশ্বাস রাখছেন বার্সা সভাপতি।
বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা বলেছেন, ‘বার্সেলোনার কোচ 💧হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কোমান। তার এখন আত্মবিশ্বাস প্রয়োজন। কোমান একজন কিউল এবং বার্সেলোনার জন্য উপযুক্ত ব্যক্তি।’
বার্সা সভাপতি আরও বলেন, ‘আমি কোমানের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তার কাজকে স্বাগত জানাই যে, কঠিন সময়েও বার্♛সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।’
বার্সার মূল একাদশের অনেকেই ইনজুরির কারণে রয়েছে দলের বাইরে। তবে তারা ফিরলে দল আরও শক্তিশালী হবে বলে আশা করেন সভাপতি। বলেন, &lsqu🌼o;আমাদের ইনজুরিতে থাকা প্লেয়াররা যখন সুস্থ হয়ে ফিরবে, তখন আমরা আরও ভালো করতে পারবো। যেহেতু খেলোয়াড়রা ফিরছে, তাই কোম্যানের আরও সময় প্রয়োজন।’
লা লিগায় রোববার (৩ অক্টোবর) বর্তমান চ্যাম্পিয়ন আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রোনাল্ড কোমানের দল। আথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়াল্ডা মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় রাত ১.০০ টায় অনুষ্ঠিত হব🍸ে ম্যাচটি।
লা লিগায় ছয় ম্যাচ খেলেও এখনো কোন ম্যাচ হারেনি বার্সা। তবে ছয় ম্যাচের তিনটিতে জয় পেলেও বাকি তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে কোমান শিষ্যরা। ১২ পয়েন্𒉰ট নিয়ে টেবিলের সপ্তম স্থানেও অবস্থান করছে কাতালানরা।
এদিকে বার্সার চ♒েয়ে এক ম্যাচে বেশী খেলেছে সিমিওয়েন দল। ৭ ম্যাচে চার জয়, দুই ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আথলেটিকো মাদ্রিদ🎶।