• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোমানই থাকছেন বার্সার কোচ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৯:৩৮ পিএম
কোমানই থাকছেন বার্সার কোচ 

চলতি মৌসুমে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসಞিকে ছাড়া নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় একের পর এক হতাশাজনক পারফরম্যান্স করেই যাচ্ছে কোমানের দল। এমন অবস্থায় কোচ ছাটাইয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছেন বার্সা সভাপতি♚ হোয়ান লাপোর্তা। কোমানের উপরই বিশ্বাস রাখছেন বার্সা সভাপতি। 

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা বলেছেন, ‘বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব🧔 চালিয়ে যাবেন কোমা🐷ন। তার এখন আত্মবিশ্বাস প্রয়োজন। কোমান একজন কিউল এবং বার্সেলোনার জন্য উপযুক্ত ব্যক্তি।’

বার্সা সভাপতি আরও বলেন, ‘আমি কোমানের সঙ্গে কথা বলেছি এবং সিদ্🔯ধান্ত নিয়ে ফেলেছি। 💮আমি তার কাজকে স্বাগত জানাই যে, কঠিন সময়েও বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।’

বার্সার মূল একাদশের 🐼অনেকেই ইনজুরির কারণে রয়েছে দলের বাইরে। তবে তারা ফিরলে দল আরও শক্তিশালী হবে বলে আশা করেন সভাপত꧅ি। বলেন, ‘আমাদের ইনজুরিতে থাকা প্লেয়াররা যখন সুস্থ হয়ে ফিরবে, তখন আমরা আরও ভালো করতে পারবো। যেহেতু খেলোয়াড়রা ফিরছে, তাই কোম্যানের আরও সময় প্রয়োজন।’

লা লিগায় রোববার (৩ অক্টোবর) বর্তমান চ্যাম্পিয়ন আথলেটিকো মা✨দ্রিদের বিপক্ষে মাঠে নামবে রোনাল্ড কোমানের দল। আথলেট𝓡িকো মাদ্রিদের মাঠ ওয়াল্ডা মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় রাত ১.০০ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

লা লিগায় ছ☂য় ম্যাচ খেলেও এখনো কোন ম্যাচ হারেনি বার্সা। তবে ছয় ম্যাচের তিনটিতে জয় পেলেও বাকি তিন ম্য♑াচে পয়েন্ট হারিয়েছে কোমান শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে কাতালানরা। 

এদিকে বার্সার চেয়ে এক ম্যাচে বেশী খেলেছে সিমিওয়েন দল। ৭ ম্যাচে চার জয়, দুই ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে ট🐼ে🦋বিলের চতুর্থ স্থানে রয়েছে আথলেটিকো মাদ্রিদ।  

Link copied!